নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের ৬০টি জেলায়। এখনও ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি শুধু চার জেলায়৷ জেলা চারটি হলো-খাগড়াছড়ি, রাঙামাটি, সাতক্ষীরা ও নাটোর।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা সোমবার দুপুরে এই তথ্য জানান।
তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শিশুসহ আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা সোমবার পর্যন্ত বেড়ে ১৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ৪৯৭ জনের করোনা শনাক্ত হওয়ায় দেশের ৬০ জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৩ জনে।।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। একজন শিশু রয়েছে। সাতজনের মধ্যে পাঁচজন ঢাকার এবং বাকি দুজনের মধ্যে একজন সিলেট ও একজন রাজশাহীর।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় আরও ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৩১ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে৷ তিনজন রোগীকে শনাক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল সেদিন৷ পরের ছয়দিন নতুন কোন রোগী ধরা পড়েনি৷
এরপর তিনদিন ছাড়া প্রতিদিন রোগী শনাক্ত হয়েছে৷ তবে পরীক্ষার মাত্রা বাড়ায় চার এপ্রিলের পর থেকে আক্রান্তদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে৷ সর্বোচ্চ ৫০৩ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৪ এপ্রিল৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



