সোয়াদ সাদমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী আজ ১৬ এপ্রিল ২০২৫, ভোর ৬টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর সশস্ত্র গ্রুপ এ অপহরণে জড়িত।
অপহৃত শিক্ষার্থীরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁরা হলেন:মৈত্রীময় চাকমা, চারুকলা ইনস্টিটিউট; অলড্রিন ত্রিপুরা, চারুকলা ইনস্টিটিউট; দিব্যি চাকমা, নাট্যকলা বিভাগ; রিশন চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ; লংঙি ম্রো, প্রাণীবিদ্যা বিভাগ।
এদের মধ্যে রিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন সক্রিয় সদস্য। অপহৃতদের সঙ্গে থাকা টমটম চালকও অপহরণের শিকার হয়েছেন।
জানা গেছে, শিক্ষার্থীরা বৈসাবি উপলক্ষে বন্ধুবান্ধবের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি ভ্রমণ শেষে গতকাল ১৫ এপ্রিল চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ি শহরের উপকণ্ঠে কুকিছড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করেন। আজ সকালে তাঁরা টমটমে খাগড়াছড়ি শহরে ফেরার পথে গিরিফুল এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে এবং চালকসহ সবাইকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে বলেছে, “শিক্ষার্থীদের অপহরণ একটি ন্যাক্কারজনক এবং অমানবিক ঘটনা। এটি পাহাড়ের নিরাপদ শিক্ষাব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি।”
পিসিপি আরও জানায়, গত বছর ৬ আগস্টও ইউপিডিএফ সশস্ত্র গ্রুপ রাঙামাটি সদর থেকে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অস্ত্রের মুখে অপহরণ করে তিনদিন পর মুক্তি দেয়। এ ধরনের পুনরাবৃত্ত ঘটনার মাধ্যমে পাহাড়ের শিক্ষার্থীরা ক্রমাগত নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন।
চীন-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপন করতে হবে : দেলাওয়ার হোসেন
সংগঠনটি অবিলম্বে অপহৃত শিক্ষার্থীদের ও টমটম চালকের নিরাপদ, নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।