খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে একজন ‘সশস্ত্র চাঁদাবাজ’ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পানছড়ির মরাটিলাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহেন ত্রিপুরা। তিনি ইউপিডিএফের (মূল) চিফ কালেক্টর হিসেবে পরিচিত বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ঘটনাস্থল থেকে একটি ইটালিয়ান পিস্তল এবং চাঁদাবাজি করে আদায়কৃত নগদ ৪৩,০০০ হাজার টাকা পাওয়া যায়। মাহেন ত্রিপুরার মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় আইনী কাজ চলছে।
পানছড়ি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পানছড়ির মরাটিলাতে ইউপিডিএফ (মূল) দলের দুজন সশস্ত্র চাঁদাবাজ এলাকাবাসীর নিকট থেকে অবৈধ চাঁদা তুলতে যায়। চাঁদাবাজির খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দুজন সশস্ত্র চাঁদাবাজ নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে গুলি করে এবং মোটরসাইকেল নিয়ে পালাবার চেষ্টা করে।
এই পরিস্থিতিতে আত্নরক্ষার্থে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করলে একজন ‘চাঁদাবাজ’ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। অপর ‘চাঁদাবাজ’ পালিয়ে যেতে সক্ষম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।