
Advertisement
জুমবাংলা ডেস্ক: খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৫ জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, এখন পর্যন্ত জেলার ৩ হাজার ১০১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তার মধ্যে ৩ হাজার ৯৪ জনের ফলাফল এসেছে।
তিনি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



