জুমবাংলা ডেস্ক : খাগড়াছড়িতে প্রথম কারোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি ঢাকার নারায়ণগঞ্জ আদমজি (ইপজিডে) কাজ করতেন। বর্তমানে তাকে কামুক্কাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।
তিনি জানান, তিনি স্ত্রীসহ গত ১৮ এপ্রিল খাগড়াছড়িতে ফেরেন। গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) পাঠানো হয়। বুধবার বিকেলে তার রিপোর্ট পজেটিভ আসে।
খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উ্ল্ল্যাহ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর তাকে অন্যদের কাছ থেকে আলাদা করা হয়েছে এবং কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে লকডাউন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।