Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে এক গৃহবধূ রহস্যজনকভাবে খুন হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার মধ্যম বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদা আক্তার (২৫) ওই এলাকার ওমর ফারুকের স্ত্রী।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওমর ফারুক দাবি করছেন, ভোর আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাতনামা ৪-৫ ব্যক্তি বাড়িতে ঢুকে অতর্কিত কুপিয়ে তার স্ত্রীকে খুন করে চলে যায়। এতে তিনিও আহত হন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।