আন্তর্জাতিক ডেস্ক: পরিবারকে কতটা সময় দেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ? সন্তানরা আদৌ কি কাছে পায় ধনকুবের বাবাকে? প্রকাশ্যে এল ফরাসি বিলিয়নেয়ার বার্নার্ড আর্নল্টের জীবন যাপন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মাসে মাত্র একবার পাঁচ সন্তানের সঙ্গে দেখা করেন লুই ভুটো-র চেয়ারম্যান ও সিইও আর্নল্ট। ওই দিন ৯০ মিনিট ধরে সন্তানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন তিনি। পাশাপাশি, খেতে খেতেই তাদের সঙ্গে ব্যবসায়িক আলোচনাও করেন তিনি। আর্নল্টের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সন্তানদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময় টেবিলের চারপাশে ঘুরতে থাকেন তিনি। ওই সময় তার হাতে থাকে আইপড। খেতে খেতেই ব্যবসার বিভিন্ন বিষয়ে সন্তানদের মতামত জানতে চান বছর ৭৪-র আর্নল্ট।
বিশেষজ্ঞদের একাংশের অবশ্য দাবি, এভাবেই সন্তানদের পরীক্ষা নিচ্ছেন ফরাসি ধনকুবের। কিছুদিনের মধ্যে তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরসূরী ঘোষণা করবেন আর্নল্ট। যদিও এখনও এই নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করেননি তিনি। পাঁচ সন্তানের মধ্যে কাকে তার চেয়ার ছেড়ে দেবেন আর্নল্ট? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। সন্তানদের মধ্যে কাউকেই বিশেষ সুযোগ দেব না।”
সূত্রের খবর, সন্তানদের সঙ্গে মাসে একদিন দেখা করার বিষয়টিও দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলেন ধনকুবের আর্নল্ট। তবে কবে তিনি উত্তরসূরীর নাম ঘোষণা করবেন, তা এখনও স্পষ্ট নয়। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গত বছর ব্য়াটারি চালিত গাড়ি ‘টেসলা’-র সিইও ইলন মাস্ককে পিছনে ফেলে দেন আর্নল্ট। এতোদিন পর্যন্ত মাস্কই ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। গত বছরের ১৯ এপ্রিলের প্রকাশিত তথ্য অনুযায়ী আর্নল্টের সম্পত্তির পরিমাণ ২০৮ বিলিয়ান মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায়ং ২২ লাখ কোটি টাকা।
১৯৮৯-তে LVMH সংস্থার অংশীদারিত্ব পান আর্নল্ট। বর্তমানে বিশ্বের বিলাসবহুল সামগ্রীর ব্র্যান্ডগুলির অর্ধেকের উপরেই নিয়ন্ত্রণ রয়েছে এই ফরাসি বিলিয়নেয়ারের। এর মধ্যে রয়েছে, লুই ভুটো, বুলগারি, টিফানি, সেফোরা, ট্যাগ হিউয়ার ও ডম পেরিগনন শ্যাম্পেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই নিজের সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছেলে-মেয়েদের বসিয়েছেন কোটিপতি আর্নল্ট। তার বড় ছেলের নাম ডেলফাইন। আর্নল্টের সংস্থার দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ডের দায়িত্বে রয়েছেন তিনি। ডেলফাইনের ভাই অ্যান্টোইন রয়েছেন আর্নল্টের সংস্থার তত্ত্বাবধানকারী ফার্মের দায়িত্বে। অন্যদিকে তাদের ছোট ভাই ফ্রেডেরিক আর্নল্টও রয়েছেন সংস্থার সিইও পদে। মার্কেটিংয়ের দায়িত্বে রয়েছেন সবচেয়ে ছোট ছেলে জিন আর্নল্ট। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।