আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে আইফোন হারান এক ব্যক্তি। অনেক খোঁজাখুঁজি করেও সেই মুহূর্তে ফোনটি ফেরত পাননি তিনি। ওই ব্যক্তি ধরেই নিয়েছিলেন, সেই আইফোনটি তিনি আর হয়তো পাবেন না। কিন্তু হঠাৎই একজন ফোনে জানান যে, তাঁর কাছে রয়েছে আইফোনটি। হারিয়ে যাওয়া ফোন আনতে গিয়ে ওই ব্যক্তি এমন এক ঘটনা জানতে পারেন, যা শুনে বিস্মিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না।
এ পুরো ঘটনাই ঘটেছে ভারতের গোয়াতে। সেখানে ঘুরতে গিয়ে দিল্লির বাসিন্দা কার্তিক আইফোন হারান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্তিক জানিয়েছেন, একজন মদ্যপ ব্যক্তি তাঁর ফোনটি চুরি করেছিলেন। ওই ব্যক্তি ক্ষুধার্তও ছিলেন। এক দোকানে পাওভাজি খেতে ঢোকেন ওই ব্যক্তি। কিন্তু খাবার খাওয়ার পর বিল মেটাতে পারছিলেন না। কারণ, তাঁর কাছে কোনো পয়সা ছিল না। খাবারের বিল মেটানোর জন্য শেষে ওই ব্যক্তি আইফোনটি পকেট থেকে বের করে দেন দোকানদারকে।
আইফোন দেখেই প্রথমেই সন্দেহ হয় দোকানদারের। তিনি বুঝতে পারেন, আইফোনটি চুরি করা। তিনি ফোনটি নিয়ে ওই ব্যক্তিকে দোকান থেকে বের করে দেন। চার্জ দেওয়ার পর ফোন চালু হলে দোকানদার দেখেন, একটি নম্বর থেকে অনেকগুলো কল এসেছে। সেই নম্বরে ফোন করে ফোনের আসল মালিক কার্তিককে পুরো ঘটনাটি জানান দোকানদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।