ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির বিরুদ্ধে যেকোনো ধরনের হামলাকে ইরানি জাতির বিরুদ্ধে একটি পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে গণ্য করা হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত অমানবিক নিষেধাজ্ঞাই ইরানি জনগণের অর্থনৈতিক দুর্দশার অন্যতম প্রধান কারণ।
এর আগের দিন শনিবার আয়াতুল্লাহ খামেনি বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও সহিংসতায় বিদেশি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর চালানো হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই মূল দায়ী।
তিনি বলেন, ‘ইরানি জাতির বিরুদ্ধে পরিচালিত হতাহতের ঘটনা, ক্ষয়ক্ষতি এবং মিথ্যা অভিযোগের জন্য মার্কিন প্রেসিডেন্ট দায়ী,’ এবং ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করেন।
একই দিনে ট্রাম্প আবারও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কড়া বক্তব্য দেন এবং আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের অবসান চেয়ে মন্তব্য করেন।
পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্বের দিকে তাকানোর সময় এসেছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


