আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রকোপের সবচেয়ে খারাপ সময় পার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। দাবি, স্বয়ং দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এজন্য ধীরে ধীরে লকডাউন তুলে ফেলার পক্ষে মত দিয়েছেন তিনি। এমনকি দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রীড়া ইভেন্ট শুরুর পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাসের আক্রমণে দিশেহারা পুরো বিশ্ব। কোভিড-১৯ উৎপত্তি চায়না থেকে হলেও, এর ভয়াবহতার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া কিংবা ওশেনিয়া কেউ বাঁচতে পারেনি এর ভয়াল থাবা থেকে।
অসম এ যুদ্ধে চীন আপাত দৃষ্টিতে জয়লাভ করলেও, এখনো ধুঁকছে ইতালি, স্পেন, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো উন্নত বিশ্বের দেশগুলো। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা ভাবাচ্ছে সবাইকে।
অথচ দেশের অর্থনীতি বাঁচানোর ধোয়া তুলে, এবার লকডাউন তুলে দেয়ার পক্ষে মত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে, দেশব্যাপী ক্রীড়া ইভেন্টগুলোও দ্রুত চালুর জন্য পরামর্শ দিলেন তিনি। ক্রীড়া ক্ষেত্রে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠার জন্যই এ নির্দেশ তার।
ডোনাল্ড ট্রাম্প বলেন, স্পোর্টসের ক্ষেত্রে আমি বলবো, সব কিছু শুরু করুন। এভাবে দিনের পর দিন ঘরে বসে থাকলেই সমস্যার সমাধান হবেনা। আর্থিক ক্ষতি পোষাতে চাইলে বিকল্প কিছু ভাবতে হবে। আমি স্পোর্টস কমিশনারদের সঙ্গে কথা বলেছি, সবাইকে দ্রুত ইভেন্টগুলো কিভাবে শুরু করবে তা ভাবতে বলেছি। প্রয়োজনে প্রাথমিক অবস্থায় দর্শকশূন্য গ্যালারিতে শুরু করা যায়। এতে করে, আমরা পুরানো দিনে ফিরে যাবো। সবাই টিভিতে বসে, ঘরে থেকে খেলা উপভোগ করবে। পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে, আপনি দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দিতে পারেন। তবে, এখনই তা করতে বলছিনা। আমি আশা করি, সব সমস্যা কেটে যাবে, আমরা আবারো পূর্ণ গ্যালারির স্টেডিয়ামে দেখতে পারবো।
পুরো দেশ পহেলা মে পর্যন্ত লকডাউনের কথা থাকলেও, যেসব এলাকা কম সংক্রমিত সেসব জায়গায় আগেই লকডাউন তুলে দিতে বললেন ট্রাম্প। তার দাবি, করোনা প্রকোপের সবচেয়ে খারাপ সময়টাকে পার করে এসেছে অ্যামেরিকা। এখন সময় গুছিয়ে উঠার।
তিনি আরো বলেন, দেশের সার্বিক অবস্থা এখন ভালোর দিকে। আমরা শুরুর ধাক্কা সামলিয়ে উঠেছি। অর্থনীতির চাকা গতিশীল করতে হবে। স্পোর্টসের বাজারটাও এখানে অনেক বড়। তাদের কথাও ভাবতে হবে। যে রাজ্যগুলোতে করোনার প্রকোপ কম, আমি দ্রুত তাদের কাজে ফিরতে বলবো। ইভেন্টগুলো নিয়ে ভাবুন। নতুন মৌসুম অথবা স্থগিত মৌসুম শুরু করুন। অন্তত টিভি স্বত্ত্ব থেকে হলেও আর্থিক ক্ষতির অনেকটাই তুলে আনা সম্ভব। ভয় পেলে চলবেনা।
এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে ৩৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।