বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় শুক্রবার (৫ ডিসেম্বর) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জুমার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান (পিপি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়নপ্রত্যাশী কবীর আহমেদ ভূইয়া।
কবীর আহমেদ ভূইয়া বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করছেন। আমরা কামনা করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের বিকল্প নেই। বিশেষ করে দুঃসময়ে, নির্যাতন ও নিপীড়নের মুহূর্তে যারা জীবনঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন, তাদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপনের পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহসভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



