জুমবাংলা ডেস্ক : খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে তার দলের নেতারা যা বলছেন, চিকিৎসকরা কিন্তু তা বলছেন না, বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
খালেদা জিয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, তিনি কিছু জানাননি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে, সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘বিএনপির এমপিরা তাদের নেত্রীর বিষয়ে একাধিকবার যোগাযোগ করছেন, এটি কোন ভাবেই বিএনপির আত্মসমর্পণ নয়। এটা গণতান্ত্রিক রাজনীতিরই অংশ। তাদের সাথে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলেও, নমনীয় আছে সরকার ও আওয়ামী লীগ।’
সরকার আপোস করবে কিনা এ ব্যাপারে ওবায়দুল কাদের জানান, ‘কথা উঠছে আপোসহীনতা নিয়ে। এটা মূলত অভিযানের ব্যাপারে। খালেদা জিয়ার ব্যাপারে নয়। বিএনপি আন্দোলন করুক কিন্তু, তাদের কোন খবর নাই। মুখে মুখে বলছেন শুধু তারা। সভা সমাবেশ মিছিলের অনুমতিও আছে।’
দলে অনুপ্রবেশকারীদের তালিকার ব্যাপারে তিনি বলেন, ৪টি সহযোগী সংগঠন, যুব, শ্রমিক, স্বেচ্ছাসেবক আর কৃষক লীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ। এগুলোর সম্মেলন করার নির্দেশ দিয়েছেন দলপ্রধান। একইসঙ্গে তৃণমূল পর্যায়েও সম্মেলন-কমিটি করার নির্দেশ দিয়েছেন, সতর্ক করেছেন যেন অনুপ্রবেশ না ঘটে। দলে অনুপ্রবেশকারীদের তালিকা দলপ্রধানের কাছে আছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।