জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে, তাকে বিদেশে পাঠানোর আইনগত কোনও সুযোগ নেই।’
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সম্প্রতি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য তার ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মতামত চায় আইন মন্ত্রণালয়ের কাছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিলেন। একটা চিঠি দিয়েছেন, সঙ্গত কারণেই আমরা আইনসম্মত হয় কিনা তা দেখতে আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইনমন্ত্রী মহোদয় একটা মতামত দিয়েছেন। সেই মতামত আমরা স্টাডি করছি। পরে যদি প্রয়োজন মনে করি, এটার ব্যাপারে অন্য কারও পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে আমরা নেবো। এখন আমরা যতটুকু স্টাডি করে দেখছি, এটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে।’
প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনমন্ত্রী যেভাবে লিখেছেন যেভাবে জানিয়েছেন, আইনগত কোনও সুযোগ নেই। আমাদের অবস্থানটা নিশ্চয়ই আপনারা বুঝেছেন, আমরা আলোচনার মাধ্যমে পরে ব্যবস্থা নেবো।’
মানবিক দিক বিবেচনা করে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবিক দিক বিবেচনা করেই কিন্তু আমরা ওই ব্যবস্থাটা (দণ্ড স্থগিত করে মুক্তি) নিয়েছি। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকর হচ্ছিল। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা আমরা দিচ্ছিলাম। তারপরও তার ছোট ভাই আবেদন করাতে আমরা তাকে আরও সুযোগ দেওয়ার জন্য, তার চিকিৎসা যাতে আরও সুন্দরভাবে হয়; এ জন্য প্রধানমন্ত্রী দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তিনি বাংলাদেশের যেকোনও হাসপাতালে প্রয়োজন মতো চিকিৎসা নিতে পারবেন। এই ধরনের নির্দেশনা ছিল।’
তিনি বলেন, ‘এখন খালেদা জিয়ার ছোট ভাই বলছেন তাকে বিদেশে নিয়ে যাবেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আইনে এর কোনও সুযোগ নেই।’
উল্লেখ্য, খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। এখনও সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৫ রাজনৈতিক দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।