জুমবাংলা ডেস্ক : দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১টা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা মূল ফটকে জড়ো হন। এরপর নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে শ্লোগান দেওয়া শুরু করেন।
সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছেন। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।
বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নেতাকর্মীদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এদিকে সড়কে অবস্থান নেওয়া বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নেয় পুলিশ।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।