খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ফের বাড়বে, জানালেন আইনমন্ত্রী

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক: দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ ফের বাড়বে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আজ দুপুরে জাতীয় দৈনিক সমকালকে জানান, দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। ফের মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে মত দেবো। তখন তাঁর মুক্তির মেয়াদ ফের বাড়বে।

তবে এখনো এ বিষয়ে কোনো আবেদন আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে পাঁচ দফায় আড়াই বছর তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়৷

খালেদা জিয়াকে প্রতিবার একই শর্তে কারাগারের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে৷ শর্ত অনুযায়ী, মুক্ত থাকার সময়ে তাকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না৷

বর্তমানে তার গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ আছেন ৭৭ বছর বয়সি খালেদা জিয়া৷তিনি আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন৷ গতবছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷