রঞ্জু খন্দকার, গাইবান্ধা থেকে: বল পায়ে ছুটছে খুদে ফুটবলার। ‘ড্রিবল’, ‘ডজে’ পরাস্ত করছে প্রতিপক্ষকে। মাঠের পার্শ্বরেখা রেখা থেকে ভেসে আসছে দর্শকদের উল্লাসধ্বনি — মেসি, মেসি!
পালটা আক্রমণ শাণাচ্ছে বিপক্ষ খুদে দলের খেলোয়াড়ও। দুরন্ত গতি আর নিখুঁত ডিফেন্স-চেড়া পাস কাঁপন ধরিয়ে দিচ্ছে প্রতিপক্ষ দলের বুকে। যেন শ্বাসরোধ হয়ে আসছে দর্শকের। অনেক সময় মিস হয়ে যাচ্ছে হার্টবিটও!
এমন আক্রমণ আর প্রতি আক্রমণের দৃশ্য ছিল আজ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমারগাড়ী গ্রামে। এখানকার কুমারগাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার বসে ছিল খুদে বালকদের মহারণ– বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদবোধনী আসর।
প্রথম রাউন্ডের এ খেলায় কুমারগাড়ী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মনোহরপুর ইউনিয়নের ১০টি বিদ্যালয়ের খুদেদের দল অংশ নিচ্ছে।
সকাল ১০টার দিকে হালিমনগর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আতোয়ার রহমান ‘কিক অফ’ করে খেলা উদবোধন করেন। এরপর একে একে মাঠে গড়ায় ৫টি ম্যাচ। সবগুলোই ছিল টানটান উত্তেজনাকর। এর মধ্যে দুটি খেলাই গড়ায় টাইব্রেকারে।
আগামীকাল একই মাঠে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১০টি স্কুলের বালিকাদল অংশ নেবে। পরদিন বালক ও বালিকাদের মধ্যে জয়ী একটি করে দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলে ইউনিয়ন পর্যায়ে খেলায় অংশ নেবে।
এভাবে উপজেলা, জেলা ও বিভাগে চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে ঢাকায় বসবে চূড়ান্ত আয়োজন। তার আগ পর্যন্ত স্কুলপর্যায়ে অনুষ্ঠিত এসব খেলা উত্তেজনা ছড়াবে গ্রাম পর্যায়ে, খুদেসহ সব বয়সী ফুটবলপ্রেমীদের মনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।