বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুব কম দামে বিশ্ব বাজারে দুটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসছে টেক জায়েন্ট আইটেল। আইটেলের লেটেস্ট দুটি হ্যান্ডসেটের নাম আইটেল এ৫৮ এবং আইটেল এ৫৮ প্রো । একাধিক মার্কেটে এই দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হল নাইজিরিয়া এবং কেনিয়া। র্যাম এবং স্টোরেজ ক্যাপাসিটি ( বাদ দিয়ে এই দুই মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশনে একাধিক সাদৃশ্য রয়েছে। এই সিরিজের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে, ৪০০০এমএএইচ ব্যাটারি, আইবুস্ট ১.০, যা ফোনগুলিকে স্মুধ অপারেশনে সাহায্য করবে এবং এআই-পাওয়ার্ড ডুয়াল-রিয়ার ক্যামেরা। এন্ট্রি-লেভেলের এই ফোনগুলি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন আউট অফ দ্য বক্স দ্বারা চালিত হবে এবং স্টোরজ বাড়িয়ে নেওয়ার জন্য থাকছে মাইক্রোএসডি কার্ড স্লট ।
আইটেল এ৫৮ ও আইটেল এ৫৮ প্রো ৬.৬ ইঞ্চি ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লের সঙ্গে এসেছে। যা এইচডি+ রেজোলিউশন ও ৬০ হার্টজ স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সাপোর্ট করে। দু’টি ফোনেই ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে – একটি ৫ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও অপরটি এআই সেন্সর। এই সিরিজে ১.৩ গিগাহার্টজ ক্লকস্পিডের ইউনিসক প্রসেসর ব্যবহার করা হয়েছে।
আইটেল এ৫৮ পাওয়া যাবে ১ জিবি র্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজে৷ অন্য দিকে, আইটেল এ৫৮ প্রো ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজে উপলব্ধ। ৩২ জিবি পর্যন্ত মেমরি বাড়ানোর জন্য এসডি কার্ডের সাপোর্ট রয়েছে। আইটেল এ৫৮ সিরিজে ৪,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করবে।
সিকিউরিটির জন্য ব্যবহারকারীরা ফোনের পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। এই ফোন দুটি এমনই ক্ষমতাসম্পন্ন যে সামান্য পড়ে গেলে বা ধুলো ময়লা লাগলে তার কোনও প্রভাব পড়ে না, এমটাই দাবি করছে আইটেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।