নাজমুল ইসলাম : খুব শিগগিরই রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আজ এই তথ্য জানান।
এমডি–শূন্য সরকারি ব্যাংকগুলো হচ্ছে অগ্রণী, সোনালী, জনতা, রূপালী, বিডিবিএল, বেসিক, পল্লী সঞ্চয় ও আনসার- ভিডিপি।
গত ১৯ সেপ্টেম্বর এমডিদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি বাতিল করে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়। যার ফলে প্রায় এক মাস ব্যাংকগুলো তাদের শীর্ষ নির্বাহীদের ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছে।
ব্যাংকগুলোর চেয়ারম্যানরা দ্রুত নতুন এমডি নিয়োগের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
১৪ অক্টোবর শূন্যপদে এমডি নিয়োগের বিষয়ে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এবং রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁরা নিয়োগের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন চেয়ারম্যান জুমবাংলাকে বলেন, ‘তাঁরা আনুষ্ঠানিকভাবে নতুন এমডি নিয়োগের অনুরোধ করেছেন এবং অর্থ উপদেষ্টা তাঁদের আশ্বস্ত করেছেন যে শিগগিরই বিষয়টির সমাধান করা হবে।’
অগ্রণী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডি সৈয়দ আবু নাসের বখতিয়ার জানান, যারা এই পদের জন্য তদবির চালিয়ে যাচ্ছেন তাঁদের কারও কারও বিরুদ্ধে অর্থ পাচার ও বিভিন্ন ঋণখেলাপি গ্রুপের সঙ্গে সখ্যতার অভিযোগ রয়েছে। তাই যাকেই নিয়োগ দেয়া হোক না কেন তাকে সৎ ও নেতৃত্ব দিতে পারা বিচক্ষণ হতে হবে।
হাসপাতাল থেকে হতাহতের তথ্য-প্রমাণ লোপাটকারীদের শাস্তি দেবে সরকার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।