Realme সর্বপ্রথম তাদের পিসি মনিটর বাজারে রিলিজ করতে যাচ্ছে। মূলত উপমহাদেশের মার্কেটের কথা চিন্তা করেই Realme এটি বাজারে ছাড়বে।
মনিটর সহ আরো বেশ কিছু ডিভাইস তারা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। মনিটরটি নিয়ে তারা টিজার ট্রেইলার প্রকাশ করেছে। সবাই এই কোম্পানিকে স্মার্টফোন কোম্পানি হিসেবেই জানে তবে এখন তারা স্মার্টফোনের পাশাপাশি অন্য ডিভাইস বের করতে যাচ্ছে।
এই মডেলের নাম হচ্ছে real me 5g LED Alot। এটি ভারতে জুলাইয়ের ২৬ তারিখে রিলিজ হতে যাচ্ছে। আবার একই দিনে RealMe এর স্মার্ট ওয়াচ বাজারে আসবে। এর মডেলের নাম হচ্ছে realme watch 3।
মনিটরটি নিয়ে realme ডিভিশন টুইট করেছে। ফ্লিপকার্টেও এটি নিয়ে পেইজ খোলা হয়েছে। পাশাপাশি তাদের প্যাড রিলিজ হতে যাচ্ছে। realme এই তিনটি নতুন পণ্যের মাধ্যমে ভারতের মার্কেটে নিজেদের স্থান পাকাপোক্ত করতে চায়।
মনিটরটি flipkart বাদে ভারতের অন্য কোন অনলাইন প্লাটফর্মে দেখা যাচ্ছে না। তবে মনিটরের আকার, দেখার এঙ্গেল আর রেজুলেশন সহ তার অন্যান্য ফিচার ও বৈশিষ্ট্য এসব অনুমান করা বেশ কঠিন। কেননা এসব ফিচার এবং অপশন সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে এটি আকারে অনেক পাতলা হবে বলে নিশ্চিত।
এই মনিটরটি realme এর প্রথম জেনারেশনের মনিটর। realme এর মনিটর ও স্মার্ট ওয়াচ এর পাশাপাশি একটি এয়ার বাড বাজারে বের করা হচ্ছে। এই অডিও ডিভাইসটির নাম বাডস এয়ার থ্রি নিউ। তবে নতুন ডিভাইসের দাম এবং তাদের ফুল স্পেসিফিকেশন খুব দ্রুতই প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।