জুমবাংলা ডেস্ক: খুলনায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের স্ত্রীর পরিচয়ে সরকারি দপ্তরে অর্থ দাবি করেছেন এক নারী। গত কয়েকদিন ধরে এ ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত সোম ও মঙ্গলবার জেলা প্রশাসকের গোপনীয় সহকারি (সিএ) হুমায়ুন কবিরকে টিএন্ডটি ফোন ও মোবাইলে একাধিকবার ফোন দিয়ে অর্থ দাবি করেন ওই নারী। বুধবার সকালে প্রতারণার বিষয়টি জানাজানি হয়।
হুমায়ুন কবির বলেন, ‘ওই নারী নিজেকে জেলা প্রশাসক মহোদয়ের মিসেস পরিচয় দিয়ে মোবাইলে বিকাশ করে কিছু টাকা পাঠাতে বলেন। তবে এ বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের কাছে গোপন রাখতে অনুরোধ করেন।’
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, ‘এটা প্রতারণার নতুন কৌশল। আমার মিসেস কখনোই কাউকে ফোন দেবে না। যে দু’টি মোবাইল নম্বর দিয়ে অর্থ দাবি করা হয়েছে তা পুলিশের কাছে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি প্রতারণার এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।’ সূত্র: পিবিএ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।