খুলনায় এক রাতেই তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ থেকে পৌনে ২টা পর্যন্ত নগরীর নূরনগর করোনা ডেডিকেটেড হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- যশোর সদর থানার বাসিন্দা আনোয়ারা বেগম , নুরনগর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মনি এবং যশোর শার্শা এলাকার বাসিন্দা আতিয়ার রহমান।
এদিকে মৃতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে রাতের বেলায় অক্সিজেন সরবরাহ ঠিকমত থাকে না। তবে হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছেন।
জানা যায়, যশোর সদর থানার বাসিন্দা আনোয়ারা বেগম রাত পৌনে ১২টায়, নুরনগর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মনি রাত পৌনে ১টায় এবং যশোর শার্শা এলাকার বাসিন্দা আতিয়ার রহমান দিবাগত রাত ১টা ৪০ মিনেটে মারা যান।
অভিযোগ রয়েছে, করোনা হাসপাতালে সারা দিনের মধ্যে ৪-৫ ঘণ্টা অনেক সময় অক্সিজেন থাকছে না। এমনকি আইসিইউতেও অক্সিজেন এর সংকট দেখা যাচ্ছে।
করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়কারী ডা. ফরিদ উদ্দিন আহমেদ যুগান্তরকে জানান, সিলিন্ডারের কিছুটা সংকট আছে কিন্তু এই তিনজন তো আইসিইউতে মারা গেছে। সেখানে সেন্ট্রাল লাইন আছে, তাদের অক্সিজেনের অভাবে মারা যাওয়ার কথা না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।