Advertisement
খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলায় ট্রেনে কাটা পড়ে ব্র্যাকের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শেখ শামসুল হক (৫১) ব্র্যাকের বেজেরডাঙ্গা শাখার ব্যবস্থাপক এবং বাগেরহাটের কচুয়া উপজেলার বাসিন্দা।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শামসুল হক বেজেরডাঙ্গা রেলক্রসিংয়ে খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী রকেট ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।