
জুমবাংলা ডেস্ক : খুলনার আড়ংঘাটায় অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া সেই বৃদ্ধ মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার সকালে আড়ংঘাটার বকুলতলা এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তার শরীরে করোনা ভাইরাস আছে কি-না তা’ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার ভোররাতে ওই বৃদ্ধকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
আড়ংঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক রশিদুল ইসলাম জানান, স্থানীয়রা অসুস্থ ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। করোনা ভাইরাস আতঙ্কেকেউ তার কাছে যাচ্ছিল না। ওই বৃদ্ধ শারীরিকভাবে এতো দুর্বল যে নড়াচড়া বা কথাবার্তা বলতে পারছিলেন না। তার স্বজনরা রাতে তাকে এখানে ফেলে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



