উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদে বৃষ্টিপাতের কারণে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট চতুর্থ দফায় খোলা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সব গেট তিন ফুট উচ্চতায় খোলা রাখা হয়েছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানি বিপদসীমায় চলে আসায় গতকাল রাত ৩টায় গেটগুলো এক ফুট থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়েছিল। পানি কিছুটা কমায় আজ সকালে গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট রাখা হয়েছে।
বর্তমানে এই উচ্চতায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি নদীতে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, সকাল ৯টায় হ্রদের পানি ১০৮.৮৯ এমএসএল (মিনস সি লেভেল) এ রয়েছে, যা সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল-এর কাছাকাছি। তাই পানি নিয়ন্ত্রণের জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু, থাকবে যতদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।