আন্তর্জাতিক ডেস্ক : করোনার প্রভাব কাটিয়ে উঠে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে চীনের পরিস্থিতি। করোনার উৎপত্তিস্থল উহানের মানুষ শঙ্কা কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন শুরু করছে। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে উহানে অবস্থিত চীনের অন্যতম দর্শনীয় স্থান দ্যা ইয়েলো ক্রেন টাওয়ার।
স্বাভাবিক সময়ে সকাল ৮ টা ৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রতিদিন কমপক্ষে সাড়ে পাঁচ হাজারের মত দর্শনার্থী আসে অপূর্ব সুন্দর এই স্থাপনা দেখতে। সেক্ষেত্রে আগে থেকেই টিকিট অনলাইনে বুক করে রাখতে হয়। তবে এখনকার সময়ে সব দর্শনার্থীদের শরীরে তাপমাত্রা পরীক্ষার পর গ্রিন কার্ড পেলেই তারা প্রবেশের অনুমতি পাবে।
এরই মধ্যে ১২ টি বিখ্যাত স্থাপনা সহ হুবেই প্রদেশের ২৬৬ টি ট্যুরিস্ট স্পট খুলে দেওয়া হয়েছে। অনেক পার্কেই এখন রয়েছে দর্শনার্থীদের আনাগোনা। শরীরের তাপমাত্রা এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। পার্কের ভিতরে দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি সবসময় গুরুত্ব দিচ্ছে কতৃপক্ষ। পুরো পার্কে কয়জন মানুষ ধরতে পারে সে বিষয়ে তদারকি করছে তারা। এক্ষেত্রে করোনার কারণে পৃথিবীর যেসব থিম পার্ক বন্ধ রয়েছে তারাও পরবর্তীতে একই নিয়ম অনুসরণ করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


