খেতুরীধাম গৌরাঙ্গ বাড়ির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন রাজশাহী ডিসি

নিজস্ব প্রতিবেদক : চলমান কারফিউ পরিস্থিতিতে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় খেতুরীধাম গৌরাঙ্গ বাড়ির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

শনিবার (২৭ জুলাই) দুপুরে খেতুরীধাম গৌরাঙ্গ বাড়ির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি।

এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বিশ্বজুড়ে হিন্দু ধর্মাবলাম্বীদের মোট ছয়টি ধাম রয়েছে। এর মধ্যে পাঁচটিই ভারতবর্ষে। আর একটি মাত্র বাংলাদেশে। আর তা হলো এই খেতুরীধাম। চলমান করফিউ পরিস্তিতিতে এই খেতুরীধামের কোন ধরনের ক্ষতির সম্মুখীন না হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) পবা অভিজিত সরকার, সহকারী কমিশনার(ভূমি) গোদাগাড়ী জাহিদ হাসান প্রমুখ।

আর কোন মায়ের কোল খালি হোক, তা আমি চাই না