স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের সূচি সঙ্গে মিল রেখেই কলকাতায় ব্যক্তিগত কাজে আসেন মাশরাফি।
পরিকল্পনা অনুযায়ী, ২১ নভেম্বর সপরিবারে কলকাতা পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। পরদিন ইডেনে দিবারাত্রির টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা দেখতেও এসেছিলেন। কিন্তু খেলাটা তৃপ্তিসহকারে দেখা হয়নি তার।
২৬ রানে চার উইকেট হারানোর পরই ইডেন ছেড়ে গেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। টেস্টে টাইগারদের পারফরম্যান্স দেখে রীতিমতো হতাশ নড়াইল এক্সপ্রেস। তাই ম্যাচের দ্বিতীয় দিন আর মাঠে আসেননি তিনি।
ইডেনে টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এই ফরম্যাটে ১৯ বছর খেলার পর টাইগারদের কাছে এতটা বাজে ব্যাটিং আশা করে না দর্শক। যদিও মাশরাফি মাঠের পারফরম্যান্স নিয়ে বেশি কিছু বলতে চাননি।
শুধু নিজের হতাশার জায়গাটা তুলে ধরলেন অল্প কথায়, ‘চার উইকেট পড়ে যাওয়ার পর বেরিয়ে গেছি। কী করব আর থেকে।’ কলকাতায় কাজ সেরে রোববার রাতেই দেশে ফেরার কথা জানান মাশরাফি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।