বিনোদন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের ফিফটি আর আফিফের ২৫ রানে দেড় শ ছাড়ানো স্কোর পেয়েছিল মাহমুদ উল্লাহর দল। বাকি কাজটা সারেন বোলাররা। নাসুম আহমেদ দ্রুত ৪ উইকেট তুলে নেওয়ার পর সাকিব-শরীফুলরা জ্বলে ওঠেন।
এই জয়ের জ্বলন্ত সাক্ষী হয়ে রইলেন অভিনেত্রী পরীমনি।
হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা গেল পরীমনিকে। না শুধু পরীমনিই নন, সঙ্গে ছিলেন স্বামী। হঠাৎ কেন স্টেডিয়ামে? খেলা দেখতে গিয়েছেন? এমন প্রশ্নই হয়তো উঁকি দেবে পাঠকমনে। তবে বিষয়টি পুরোপুরি সেটা নয়, পরীমনি স্টেডিয়ামে গিয়েছেন রথ দেখতে একই সঙ্গে কলা বেচতে।
অনেকেই হয়তো বুঝে গেছেন ঘটনা কী? পরীমনি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে ৩৮টি প্রেক্ষাগৃহে। এই চলচ্চিত্রের প্রচারে নেমেছে পুরো ইউনিট। এরই অংশ হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে যান পরীমনি। এ সময় সঙ্গে ছিলেন নায়ক রোশান, নির্মাতা ইফতেখার শুভ ও শরীফুল রাজ। তবে মুখ্য চরিত্রে অভিনয় করা মোশাররফ করিমকে দলের সঙ্গে দেখা যায়নি।
খেলা দেখতে গিয়ে বাংলাদেশ দলের জয়ে সাক্ষী হয়ে রইলেন পরীমনি অর্থাৎ পুরো ‘মুখোশ’ টিম। মুখোশ লেখা টি-শার্ট পরেই সকলে স্টেডিয়ামে প্রবেশ করেন। বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। খেলা শেষে পরীমনি তো নাসুমের প্রতি মুগ্ধতাই প্রকাশ করে বসলেন।
মূলত খেলা দেখার পাশাপাশি সিনেমার প্রচারে অংশ নেন তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি ও রোশান। স্টেডিয়ামে যাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় পরীমনি বলেন, ‘যখন অনেক ভিড় হয়। ভক্তরা এসে হুল্লোড় করে তখনই ভালো লাগে। ‘
বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ জয় পায় ৬১ রানে। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ আর লিটন দাস পেয়েছেন ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর পুরস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।