স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেট মাঠে নিত্যনতুন কৌশল রপ্ত করে থাকেন ফাস্ট বোলাররা। অত্যাধুনিক প্রযুক্তি তাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। তবুও প্রতিনিয়ত ঝুড়ি ঝুড়ি ওয়াইড, নো-বল করে বসেন তারা। এতে প্রতিপক্ষ দলের স্কোর বড় হয়।
জাসপ্রিত বুমরাহ, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমিরদের প্রায়ই দেখা যায় লাইন-লেন্থ হারাতে। এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। দীর্ঘ ক্যারিয়ারে একটি ওয়াইড বলও করেননি তিনি।
সেই বোলিং জাদুকরের নেতৃত্বেই পাকিস্তান একমাত্র বিশ্বকাপ জেতে। দুরন্ত বোলিং, ছন্দময় ব্যাটিং ও অনন্য অধিনায়কত্বে দেশটির ক্রিকেটেরই ভোল বদলে দেন তিনি।
১৯৮২ সালে পাক ব্রিগেডের নেতৃত্ব গ্রহণ করেন খান। দায়িত্ব নিয়েই তাদের চেহারা পাল্টে দেন তিনি। কয়েক বছরের মধ্যেই দলকে খ্যাতির শিখরে পৌঁছে দেন তখনকার অন্যতম বিশ্বসেরা এ পেস অলরাউন্ডার।
ইমরানের হাত ধরেই ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান। ক্রিকেটে এখন পর্যন্ত যা দেশটির সর্বোচ্চ অর্জন। তার সময়েই বিশ্বের তাবৎ দলকে হারানোর সক্ষমতা অর্জন করে তারা।
দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত ছিলেন খান। পাশাপাশি ব্যাট হাতে বোলারদের ঘুম কেড়ে নিতেও পারদর্শী ছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে ৮৮ টেস্ট এবং ১৭৫ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেন ইমরান। ক্রিকেটের অভিজাত সংস্করণে ৩৬২ উইকেট শিকার করেন তিনি। আর একদিনের ফরম্যাটে ১৮২ উইকেট ঝুলিতে ভরেন ডানহাতি এই পেসার। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে খেলোয়াড়ি জীবনে কখনও একটা ওয়াইড বলও করেননি খান সাহেব।
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.