জুমবাংলা ডেস্ক : অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।
ডিএসসিসি সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে মরহুম সাদেক হোসেন খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরদেহে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে সম্মান প্রদর্শন করা হবে।
২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে খোকা যে কার্যালয়ে বসতেন, সেই নগর ভবন এখন দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়।
খোকার লাশ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টার সময় নগর ভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।
সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টায় ইন্তেকাল করেন।
খোকার আগে ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। হানিফের ছেলে সাঈদ খোকন এখন ঢাকা দক্ষিণের মেয়র।
পুরান ঢাকার রাজনৈতিক অঙ্গনে দুই প্রধান দলের দুই প্রভাবশালী নেতা ছিলেন হানিফ ও খোকা। হানিফ ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি; খোকা ছিলেন মহানগর বিএনপির সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।