খোলামেলা গেরুয়া পোশাকে বিজেপিকে পাল্টা জবাব উরফির

উরফি জাভেদ

কখনো গোলাপি অন্তর্বাস দেখানো জিনসের জ্যাকেট, কখনও খবরের কাগজে আড়াল করা যৌবন। নিত্যনতুন পোশাকে কতটা সাহসী হয়ে ওঠা যায়, তাই যেন উরফি জাভেদের ধ্যান জ্ঞান। আর তার জেরেই সম্প্রতি বিজেপির আক্রমণের মুখে পড়েছেন তিনি।

উরফি জাভেদ
ফাইল ছবি

উরফির বিরুদ্ধে নগ্নতার অভিযোগ তুলে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ। উরফির এহেন পোশাকআশাক যৌন প্ররোচনা দিচ্ছে, এই মর্মে বিজেপির মহারাষ্ট্র মহিলা মোর্চার প্রেসিডেন্ট সরাসরি তার বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছেন।

উরফি জাভেদ

আর সেই ঘটনার পরেই প্রকাশ্যে এলো উরফির নতুন লুক। খোলামেলা গেরুয়া পোশাকে অনেকটাই অনাবৃত শরীর। টুকরো টুকরো কাপড়ের ফাঁক দিয়ে হাতছানি দিচ্ছে যৌবন। গেরুয়া রঙের খোলামেলা টপের সঙ্গে গেরুয়া মিনিস্কার্ট, এমনকি পায়ের জুতোজোড়ার রংও গেরুয়া।

নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় এই পোশাকেই একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যার ব্যাকগ্রাউন্ডে আবার বাজছে ‘পাঠান’-এর বিতর্কিত গান ‘বেশরম’। আর সেখান থেকেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা।

নেটিজেনদের একাংশের দাবি, পাঠান বিতর্কের মাঝে ইচ্ছে করেই গেরুয়া রঙের পোশাক বেছে নিয়েছেন উরফি, যাতে বিজেপিকে পালটা দেওয়া যায়। কারো বক্তব্য, স্রেফ নজর টানার তাগিদেই গেরুয়া রং বেছে নিয়েছেন উরফি। এসবই আসলে বিতর্ক তৈরির চেষ্টা। ফের গেরুয়া রংকে অপমান করা হয়েছে, এই মর্মেও উরফিকে কটাক্ষ করেছেন কেউ কেউ।

উরফির বিরুদ্ধে যেমন শরীর প্রদর্শন এবং যৌন উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি, ‘পাঠান’ ছবির এই গানটির ক্ষেত্রেও জুড়ে গিয়েছে সেই অভিযোগ। শাহরুখ-দীপিকার নতুন ছবি পাঠান মুক্তি পাওয়ার আগেই বিতর্ক শুরু হয়েছে তার প্রথম গান ‘বেশরম রং’ নিয়ে।