যে পোশাকে ইফতার পার্টিতে যাওয়ায় পলককে কটাক্ষ (ভিডিও)
বিনোদন ডেস্ক : সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে পলক তিওয়ারির। তার আগেই চর্চার তুঙ্গে নবাগতা পলক তিওয়ারি।
পেশার থেকে নিজের পোশাকের জন্যই বেশি চর্চায় থাকেন পলক। এবারও তার ব্যতিক্রম হলো না। বিধায়ক বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নিজের খোলামেলা পোশাকের জন্য ফের সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।
সম্প্রতি মায়ানগরীতে ইফতার পার্টির আয়োজন করেছিলেন বাবা সিদ্দিকি। সেখানে চাঁদের হাট বসিয়েছিলেন বলিউডের তারকারা। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন পলক তিওয়ারিও। রুপালি রঙের খোলামেলা ব্লাউজ় ও লেহেঙ্গা পরে পার্টিতে উপস্থিত হন পলক। পলকের এই পোশাক নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
সামাজিক মাধ্যমে পলকের ছবি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের বক্তব্য, ইফতারের মতো ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এমন পোশাক একেবারেই মানানসই নয়।
অনেকে আবার বলেছেন, গ্ল্যামার দুনিয়ায় পা রেখেই পলক নাকি দিশা পাটনির পদাঙ্ক অনুসরণ করছেন।
অনেকের প্রশ্ন, ইফতার পার্টির জন্য পোশাক পরেছেন, না ফ্যাশন শোয়ের জন্য?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




