বিনোদন ডেস্ক : গ্র্যামির মঞ্চে খোলামেলা পোষাক পরে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রোববার বসেছিল বিশ্বসংগীতের সবচেয়ে বড় ৬২তম গ্রামি অ্যাওয়ার্ডের আসর। ওইদিন স্বামী নিক জোনাসের হাত ধরে এসেছিলেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও।
গ্র্যামির মঞ্চে প্রিয়াঙ্কার উপস্থিতি যতই উত্তাপ বাড়ুক না কেন, কিন্তু তার খোলামেলা পোশাকের জন্য তোপের মুখে পড়েন তিনি।
জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বুক খোলা গাউন, নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে। প্রিয়াঙ্কার পাশে চকলেট রঙের পোশাকে নিক জোনাসও ছিলেন আকর্ষণীয়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কার এই সাহসী পোশাক নিয়ে যেমন প্রশংসিত হয়েছিলেন; তেমনি তাকে শুনতে হয়েছে অনেক কটুকথাও।
পোশাকের জন্য কেউ আবার লজ্জাহীন নারী বলে আক্রমণ করে বসেন প্রিয়াঙ্কাকে। আবার কুৎসিত পোশাকের জন্য কড়া সমালোচনার করেন প্রিয়াঙ্কাকে নিয়ে। কেউ কেউ আবার প্রিয়াঙ্কাকে নিম্নমানের নারী বলতেও সংকচবোধ করেন নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


