বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি ও আর্থিক সহায়তার প্রতি আগ্রহ প্রকাশ করেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ে সৈয়দা রিজওয়ানা হাসানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে এবং এর জন্য চীন সরকারের সহযোগিতায় একটি কারিগরি ও আর্থিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে।
চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন এবং চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং।
দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৭১ হাজার পুলিশ সদস্য মোতায়েন: পুলিশ সদরদপ্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।