নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় গজারি বনের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রা পিকনিক স্পটের নিকটবর্তী বনের গভীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পথচারীরা প্রথমে গজারি বনের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে কালিয়াকৈর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অজ্ঞাত ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হলেও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) তাইফুর রহমান জানান, মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। একইসঙ্গে নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং মরদেহ গজারি বনে ফেলে রেখে যাওয়া হয়েছে।
পুলিশ বলছে, ঘটনাটিকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সবদিক বিবেচনায় তদন্ত পরিচালনা করা হচ্ছে। নারীর পরিচয় নিশ্চিত হলেই সামনে আরও তথ্য বেরিয়ে আসবে বলে তারা আশা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।