আন্তর্জাতিক ডেস্ক: অফিসে কাজ করার বদলে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন দুই হাজার ৭০০ কর্মী। এদের সকলেরই চাকরি গিয়েছে। সংস্থার তরফ থেকে প্রত্যেককে মেইল করে এদের সকলকে জানিয়ে দেওয়া হয়েছে, আর তাদের কাজে আসার দরকার নেই। চাকরি যাওয়ায় এরা সেই সব সুবিধা পাবে না যে সব সুবিধা কর্মীরা অবসরের পর পেয়ে থাকেন।
কর্মীদের পাঠানো মেলে বলা হয়েছে, বোর্ড অব ডাইরেক্টর্স সম্প্রতি বৈঠকে বসেছিল। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে সেই সিদ্ধান্ত জানাতে হচ্ছে। কর্মস্থলে অপ্রীতিকর পরিস্থিতির জন্য বোর্ড অব ডাইরেক্টর্স সিদ্ধান্ত নিয়েছে, দুই হাজার ৭০০ কর্মীর আর প্রয়োজন নেই। তাদের ছাঁটাই করা হচ্ছে। অবসরকালীন যে সব সুযোগ-সুবিধা তাদের পাওয়ার কথা, এই কর্মীরা সেই সব সুবিধে পাবেন না।
গত ২১ নভেম্বর থেকে বোর্ড অব ডাইরেক্টর্সদের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই সব কর্মীদের মধ্যে সংস্থার বহু গাড়ি চালকও আছেন। মাসের শেষদিনগুলোর জন্য তারা তাদের বেতন পাবেন। তাদের কাছে থাকা গাড়ির যন্ত্রাংশ তারা যেন ফিরিয়ে দেয়। একসঙ্গে দুই হাজার ৭০০ কর্মী ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রির। এরা সবাইকে অফিসের মধ্যে ঘুমোচ্ছিলেন।
সংস্থার এক কর্মীর চোখে পড়ে একসঙ্গে এতোজন কর্মী কাজ বন্ধ করে ঘুমোচ্ছিলেন। ইউনাইটেড ফার্নিচার ইন্ডাস্ট্রির বোর্ড অব ডিরেক্টর্সের কানে যায় এই খবর। তারা বৈঠকে বসে। সিদ্ধান্ত নেয় এদের সকলকে ছাঁটাই করার। কর্মীদের মধ্যে সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসার এবং সেলসের ভাইস প্রেসিডেন্টও।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
কী হতে হবে ২০২৩ সালে? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী আপনাকে চমকে দেবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।