জুমবাংলা ডেস্ক : গত চার মাসে গণমাধ্যমের স্বাধীনতায় এক ইঞ্চিও হস্তক্ষেপ করেনি এবং করবোও না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন যেন নিশ্চিত করা হয়। কারও স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাবো না। এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কেউ বলতে পারবে না, কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছি কি না।
যারা বেতন দিতে পারবেন না, তাদের গণমাধ্যম না চালানোর আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, অনেক বছর ধরে ওয়েজ বোর্ড গঠন হচ্ছে না। সাংবাদিকদের যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দিন।
শফিকুল আলম বলেন, জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করায় ১৩ সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয় মাস্তুল ফাউন্ডেশন।
গুমকাণ্ডে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে কমিশনগুমকাণ্ডে শেখ হাসিনার সংশ্লিষ্টতা পেয়েছে কমিশন
জুলাই বিপ্লবে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে এ সম্মাননা পেয়েছেন দৈনিক কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসেন, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন সোয়েব, দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইসমাইল হোসেন জনি, দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তী, বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার আরেফিন ইমন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব, এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতউল্লাহ, দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক মনজুরুল করিম, খবর সংযোগের মোহাম্মদ নাঈম, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, মাই টিভির ভিডিও জার্নালিস্ট মো. হাসান বিশ্বাস, বার্তা বাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জুয়েল।
জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না: মাওলানা আব্দুল হালিম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।