করোনার পর হলব্যবসা বছরখানেক বন্ধ থাকলেও তা আবার আগের মতো চাঙা হয়ে উঠছে। দর্শকরাও পূর্ণোদ্যমে ফিরতে শুরু করেছে প্রেক্ষাগৃহে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বক্স অফিসে সর্বোচ্চ আয় করা ৫টি ভারতীয় সিনেমা নিয়েই এই আয়োজন।
কেজিএফ: চ্যাপ্টার ২
গগনচুম্বী হাইপ, আর অসমাপ্ত কিছু প্রশ্ন রেখে যান দ্বিতীয় কিস্তির জন্য। প্রথম ছবির সাফল্যের পর থেকে দ্বিতীয়ভাগের জন্য দর্শকেরা কতটা উদগ্রীব ছিলেন, তার প্রমাণ পাওয়া গেল ছবি মুক্তি পেতেই। একাধিক ভাষায় মুক্তিপ্রাপ্ত এই প্যান ইন্ডিয়ান সিনেমা হিন্দি সিনেমা না হয়েও হিন্দি মার্কেটে অনেক সিনেমার রেকর্ড করেছে একাকার।
আরআরআর
২৫ মার্চ মুক্তি পাওয়া এই ফিল্ম ওপেনিং ডে-তে ভারতে ১৩২.৩০ কোটি, এবং বিশ্বব্যাপী ৪৬৭ কোটি রুপির এক রেকর্ড ব্রেকিং ওপেনিং দেয়। উইকেন্ডে মোট আয় করে ৩৪১.২০ কোটি রুপি, যা প্রথম সপ্তাহ শেষে দাঁড়ায় ৪৭৭.৫ কোটি রুপিতে (ভারত)। প্রায় ৪০০ কোটি বাজেটে নির্মিত এই সিনেমা পৃথিবীব্যাপী আয় করেছে ১,১৪৪ কোটি রুপি।
ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিভা
চলতি বছরে একাধিক প্রত্যাশিত বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে এই সিনেমা নিয়েও অনেকের মনে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে বক্স অফিসে সমানে তাণ্ডব চালিয়ে গেছে ব্রহ্মাস্ত্র। রিপোর্ট অনুসারে, সিনেমার বাজেট প্রায় ৪১০ কোটি রুপি। পেনিং উইকেন্ডের শেষে ১২০.৭৫ কোটি রুপি পকেটে পুরে নেয় সিনেমাটি। প্রথম ও দ্বিতীয় সপ্তাহে শেষে যথাক্রমে ১৬৯ কোটি এবং ২২২.৩০ কোটি রুপি আয় হয়।
পন্নিয়িন সেলভান: পার্ট ১
০১০ সালের পর তামিল নাড়ুতে ১ কোটি+ ফুটফলসের রেকর্ড গড়েছে মোট তিনটি সিনেমা। এগুলো হলো পন্নিয়িন সেলভান, বিক্রম, এবং বাহুবালি ২। প্রায় ২৫০ কোটি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করে দ্বিগুণ পরিমাণ। সিনেমাটি হিট।
বিক্রম
জুনে সিনেমাটি মুক্তির কয়েক সপ্তাহ পরেই এটি কলিউড ইন্ডাস্ট্রির বহু বক্স অফিস রেকর্ড দুমড়েমুচড়ে দেয়। তামিল নাড়ুতে সর্বোচ্চ আয়ের রেকর্ড থাকা বাহুবালি ২ এর ভেঙে দেয় সিনেমাটি, তা-ও কোটির মার্জিনে। ভারত থেকে ৩০৭ কোটি, এবং ভারতের বাইরে থেকে ১২৩.৫০ কোটি রুপি আয় করে সিনেমার মোট কালেকশন দাঁড়ায় ৪৩০ কোটি রুপিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।