নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন করে আরও ৩১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৪৫৬ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হলো।
করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭জন। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সময়ে মধ্যে সুস্থ্য হয়েছে ৯ জন। এনিয়ে মোট ৭৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেলেন।
তিনি বলেন, বাংলাদেশে লকডাউন ঠিকভাবে কাজ করছে না। প্রতিদিনই আক্রান্তরা নতুন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। যার কারণে কমিউনিটি সংক্রমণ বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মোট ৯ জনকে ভেন্টিলেটরে দেয়া হয়। তার মধ্যে আটজনই মারা গেছেন।
মন্ত্রী বলেন, আমরা সকালে মিলে একযোগে কাজ করলে এই যুদ্ধে আমরাই জয়ী হবো। এসময় তিনি আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।
অধিদপ্তর থেকে অনলাইনে ব্রিফিংয়ে যোগ দিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, যে ৭জন মারা গেছেন তাদের মধ্যে ৫জন পুরুষ এবং ২জন মহিলা। গত ২৪ ঘন্টায় ঢাকায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের আর নারায়ণগঞ্জে ৪ জন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ মহিলা। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৪ শতাংশ এবং নারায়ণগঞ্জে ৩১ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রয়েছে ৫২ জন। এ নিয়ে মোট আইসোলেশনে রয়েছেন ৬৪০ জন। রবিবার আইসোলেশন থেকে ২৫ জন ছাড়া পেয়েছেন। এনিয়ে মোট ছাড়া পেলেন ৫৩৭ জন।
তিনি জানান, গত চব্বিশ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩৮৯২ জনকে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৭৯জন।
এই সময়ের মধ্যে হটলাইনে ৫৯ হাজার ৭২ জনকে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



