বিজ্ঞানীরা সৌরজগতের বিশৃঙ্খলার বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। এ সময় বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহের কক্ষপথের উপর বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করা হয়। আগের গবেষণা বলে যে, বর্তমান সময়ে এসব গ্রহের একে অপরের সঙ্গে সংঘর্ষ হওয়ার কথা ছিল।
সত্যিকার অর্থে বাস্তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। ফিজিক্যাল রিভিউ এক্স জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় সৌরজগতের এ সামঞ্জস্যের পেছনে গাণিতিক সমীকরণ ব্যাখ্যা করা হয়। এখানে অন্যান্য নক্ষত্রের চারপাশে বহিঃগ্রহের গতিপথের উপর আলোকপাত করা হয়।
গ্রহগুলি একে অপরের উপর মহাকর্ষীয় টান প্রয়োগ করে। যার ফলে তাদের কক্ষপথে সমন্বয়ের ঘটনা ঘটে। তবে বাইরের গ্রহ এসব মহাকর্ষীয় টান প্রতিরোধ করতে পারে বলে কক্ষপথ বেশি স্থিতিশীল থাকে।
সময়ের সাথে সাথে গ্রহের প্রাথমিক অবস্থান এবং গতির ক্ষেত্রে অনিশ্চয়তা বৃদ্ধি পায়। সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহের কক্ষপথ নিয়ে গবেষণা করার পর বিভিন্ন গাণিতিক সমীকরণ মেলানো হয়েছে।
এরপর দেখা যায় যে, একটি গ্রহের অবস্থানের অনিশ্চয়তা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। সৌরজগতের ৪.৫ বিলিয়ন বছরের বেশি বয়সের কথা বিবেচনা করে এ ধরনের অনিশ্চয়তার বিষয়টি বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে।
আমাদের সৌরজগতের স্থিতিশীলতা বজায় রাখার প্রক্রিয়ার বেশ সূক্ষ এবং জটিল। তবে গ্রহের কক্ষপথে কিছুটা বিশৃঙ্খল ভাব রয়েছে বলে মনে হচ্ছিল। এ গবেষণাটাই সৌরজগতের বর্তমান অবস্থান নিয়ে একটি নতুন পারস্পেক্টিভ প্রদান করে। তবে আরেকটি প্রশ্ন থেকে যায় যে, গ্রহের সংখ্যা এবং জটিল সিস্টেমের স্থিতিশীলতা তার বিলিয়ন বছরের অস্তিত্ব জুড়ে সর্বদা একই রকম ছিল কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।