জুমবাংলা ডেস্ক : গভীর রাতে নিজ বাড়িতেই ছুরিকাহত হয়ে ভর্তি হয়েছেন অভিনেতা সাইফ আলী খান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে অভিনেতার মুম্বাইয়ের বান্দ্রার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এ দিন ডাকাতদের আটকাতে গিয়ে আহত হন সাইফ। যখন ডাকাতির চেষ্টা করা হয়, তখন পরিবারের অন্যান্য সদস্যসহ ঘুমিয়ে ছিলেন সাইফ। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাতে গুরুতর জখম হন অভিনেতা। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
এ প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, এটা সত্যি। রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিষয়টি নিয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, সাইফ লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। এটা স্পষ্ট নয় যে, তাকে ছুরি দিয়ে কোপানো হয়েছে, নাকি ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির জেরে আহত হয়েছেন তিনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
জানা গেছে, বান্দ্রার সৎগুরু শরণ ভবনে থাকেন সাইফ ও কারিনা কাপুর। তাদের সঙ্গেই থাকেন ৭ বছরের তৈমুর ও ৩ বছরের জাহাঙ্গীর। কড়া নিরাপত্তা থাকার পরেও, কীভাবে এমন ঘটনা ঘটল, তা অবাক করেছে সাইফ-কারিনাসহ সবাইকে। ইতিমধ্যে বান্দ্রা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
অনিয়ম করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ: পুতুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.