জুমবাংলা ডেস্ক : গভীর রাতে তিনজন বিচারকদের বাসার প্রবেশ করে মালামাল তছনছ করার ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং মাঠে অবিস্থত টাঙ্গাইল জজকোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এবং জেলা জজ আদালতের সহকারী জজ মুজিবুর রহমানের বাসার মালামাল তছনছ করে।
এছাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসায় বাসার গ্রিল কেটে ঘরে প্রবেশ করার চেষ্টা করে বলে জানা গেছে। এ ঘটনায় শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে টাঙ্গাইলের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবু বকর বাদি হয়ে সদয় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে বাসায় কোন লোক ছিল না। এ সুযোগে গভীর রাতে সংঘবব্ধ চোরের দল গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙে জিনিসপত্র বের করে নিচে ফেলে দেয় এবং বাসার সমস্ত মালামাল তছনছ করে। কম্পিউটার, ল্যাপটপ, নগট টাকা এবং মূল্যবান জিনিস থাকা স্বত্বেও তারা কোন কিছু নেয়নি। এ কারণে ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। এছ্ড়াাও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের বাসায় গ্রিল কাটার চেষ্টা করে। কিন্তু তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারেনি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গ্রীল কেটে বাসার ভেতর প্রবেশ করলেও কোন জিনিসপত্র চুরি হয়নি। কারা কেন, কি উদ্দেশ্যে গ্রীল কেটে বাসায় প্রবেশ করেছিল বিষয়টি খুবই রহস্যজনক। দ্রুতই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।