জুমবাংলা ডেস্ক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে মিছিল ও মোটরসাইকেল শোডাউন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মী। সোমবার দিবাগত রাত ১টার সময়ে শেকৃবি ছাত্রলীগের বিভিন্ন সময়ের সাবেক নেতাকর্মী এবং ও কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘একটা একটা রাজাকার ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধরি ধরি ধরি না, ধরলে মোরা ছাড়ি না’, স্লোগান দিতে থাকেন।
Advertisement
এসময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে গড়ে তোলা আমাদের এই শেকৃবি ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলেছে তাদের প্রতিবাদ জানাতে আজ আমরা ছাত্রলীগ পরিবার গভীর রাতে সমবেত হয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।