জুমবাংলা ডেস্ক : অধিক মুনাফা লাভের আশায় শুল্ক ফাঁকি দিয়ে গমের ভুসির এলসি খুলে বাসমতী চাল আমদানিকালে দুই ট্রাক চাল জব্দ করেছে বিজিবি ও শুল্ক কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের আলীপুর এলাকা ও গত বুধবার রাত সাড়ে ৯টায় ভোমরা বন্দরের পার্কিং ইয়ার্ডের ৩ নম্বর গেট থেকে চাল আটক করা হয়েছে। ওই দুই ট্রাকে জব্দকৃত চাল এক হাজার ৫০০ বস্তার বেশি চাল হবে বলে ধারণা করা হচ্ছে।
ভোমরা বন্দরের প্রশাসনিক শুল্ক কর্মকর্তা দয়াল মণ্ডল জানান, আমদানিকারক সংস্থা যশোরের চুকনগরের ভাই ভাই স্টোর্সের স্বত্বাধিকারী জয়দেব মণ্ডল গমের ভুসির এলসি খোলেন।
সিঅ্যান্ডএফ এজেন্ট সাব্বির মোল্লার লাইন্সেসে গত বুধবার বিকেলে ভুসি ছাড় করায় সিঅ্যান্ডএফ এজেন্ট হারু ঘোষ। এর মধ্যে ভোমরা বন্দরের পার্কিং ওয়ার্ডের ৩ নম্বর গেট থেকে বাসমতী চালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৭৪৩) আটক করে শুল্ক কর্তৃপক্ষ। এ ছাড়া বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলীপুর এলাকা থেকে একটি বাসমতী চালভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫৮২৯) ও ভুসিভর্তি ট্রাক (যশোর-ট-১১-১৫৭৩) আটক করে বিজিবি।
ভোমরা বিজিবির কম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম জানান, শুল্ক কর্মকর্তা ও সিঅ্যান্ডএফকে ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে গমের ভুসির পরিবর্তে চাল আনা হচ্ছে—এমন খবরে অভিযান চালানো হয়। পার্কিং ইয়ার্ডে ভারতীয় ট্রাক থেকে ৯টি ট্রাকে চাল ও ভুসি তোলা হয়। এর মধ্যে আটককৃত ট্রাক দুটির একটিতে ভুসি থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যটিতে থাকা চাল পরিমাপ করে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে। ওই ট্রাকে ২৬ কেজি বস্তার ৭৭০ বস্তা বাসমতী চাল আছে বলে ট্রাকচালক তাঁদের জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।