জুমবাংলা ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বিশেষ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে কোরবানির পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পাবনার চাটমোহরে কোরবানির কোনো পশু বুকিং না হওয়ায় ট্রেনটি যাত্রাবিরতি করেনি।
বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ‘ক্যাটল স্পেশাল ট্রেনটি’ রাত সাড়ে নয়টার দিকে ওই নির্ধারিত স্টপেজ যাত্রাবিরতি করেনি। তবে ভাঙ্গুড়া বড়াল স্টেশনে ১৫০টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেঁজগাও) রুটে স্বল্প ভাড়ায় কুরবানির পশু পরিবহনে ক্যাটাল স্পেশাল ট্রেনে ৫টি ওয়াগন রয়েছে। তবে ওই স্টেশন থেকে কোনো পশু বুকিং হয়নি। অর্থাৎ কোনো খামারি এখান থেকে ট্রেনে ঢাকায় পশু পরিবহনে আগ্রহ দেখায়নি।
পাবনার চাটমোহর স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, প্রচারণা করা হলেও কোনো বুকিং হয়নি। তবে বৃহস্পতিবার থেকে কোরবানির পশুর জন্য বুকিং হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।