Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গরুর মাংস খাওয়া ও গরু রক্ষা নিয়ে বিজেপি নেতাদের মুখে একের পর এক বিতর্কিত মন্তব্য উঠে এসেছে। এবার ভারতের গোয়ার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা চার্চিল আলেমাও বিজেপির সুরে বিতর্কিত মন্তব্য করলেন।
চার্চিল আলেমা বলেছেন, যখন মানুষকে মারা হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য, তখন বাঘকেও মারা উচিত গরুর মাংস খাওয়ার কারণে।
কয়েকদিন আগে গোয়ায় মহাদায়ী অভয়ারণ্যের একটি বাঘিনীর সঙ্গে তার তিনটি শাবককে মেরে ফেলার ঘটনা ঘটে। তারপরই এ ধরনের বার্তা দেন চার্চিল।
ভারতের গোয়ার এনসিপি নেতা চার্চিল আরো দাবি করেন, পুরো ঘটনায় মানুষের দিকটি ভুলে গেলে চলবে না। মানুষ গরুর মাংস খেলে যেমন কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়, তেমনই বাঘের ক্ষেত্রেও যেন বিচার সমান হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।