জুমবাংলা ডেস্ক : রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নে গরুর খাবারের গামলা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ মে) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টায় ওই ইউনিয়নের বগপাড়া গ্রামে গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশু ওই গ্রামের তানিয়া খাতুনের মেয়ে আয়েশা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, শনিবার বিকালে শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে বাথরুমে যান তানিয়া। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান। পরে পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে এসে গোয়ালঘরে গরুর খাবারের গামলায় বাচ্চাটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বুঝা যাবে, এটি হ ত্যা নাকি দুর্ঘটনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।