জুমবাংলা ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে মোবাইল কোর্ট পরিচালনা করে আমেরিকার প্রবাসীর বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার রাত ৯টার দিকে এ অ’ভি’যান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, পাত্র গত কয়েকদিন আগে আমেরিকা থেকে দেশে আসেন। আজ রাতেই গলফ ক্লাবে তার বিয়ের কথা ছিল। কিন্তু ক’রো’না’ভা’ই’রাস আ’তং’কে দেশে সব ধরনের জমায়েত বন্ধ থাকলেও বিয়েতে আমন্ত্রিত অতিথিরা আসছিলেন। ফলে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়েটি ব’ন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
গুলশান জোনের এসিল্যান্ড ইশতিয়াক আহম্মেদ বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন ,আমেরিকা প্রবাসী পাত্র আজকে বিয়ে করার কথা ছিল।
তিনি বলেন, একজন আমেরিকা প্রবাসীর দেশে ফিরে কোয়ারেন্টাইনে না গিয়ে বিয়ের আসরে যাওয়ার সংবাদের ভিত্তিতে আমরা গলফ ক্লাবে তার বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচালনা করি। সেখানে বর-কনে কাউকে পাওয়া যায়নি। পরে বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের বের করে দিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৩ মার্চ আমেরিকা থেকে ওই ব্যবসায়ী দেশে আসেন। পূর্বনির্ধারিত তার বিয়ের অনুষ্ঠান গলফ ক্লাবে আয়োজন করা হয়। এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও পুলিশ সহযোগিতা করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



