ভারতের বিভিন্ন রাজ্যে আটক হওয়া ৬০ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও কাথুলী সীমান্তে পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার বাসিন্দা। তারা দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাই, দিল্লি ও আসামসহ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি স্থানীয় পুলিশের হাতে আটক হয়ে তারা বিএসএফের হেফাজতে ছিলেন।
প্রথম দফায় সকাল ১০টার দিকে কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের কাছে ৩০ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন এবং ভারতের পক্ষে ১১ গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্সিস।
দ্বিতীয় দফায় বেলা ১২টার দিকে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৩৩/৩ এস-এর কাছে আরও ৩০ জনকে ফেরত দেওয়া হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান, আর ভারতের পক্ষে ছিলেন তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার।
বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরত আসাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ নিজ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেরত আসা ৬০ জনের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “বিএসএফ আজ ৬০ বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে, যাদের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলছে।”
বিজিবি জানিয়েছে, ফেরত আসা সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



