জুমবাংলা ডেস্ক : গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগে প্রক্সি দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখায় ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে শনিবার সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জনের ভাইভা অনুষ্ঠিত হয়।
তবে ভাইভা চলাকালে অসংগতি দেখা দিলে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখা পরীক্ষা ছাড়াও বিভিন্নভাবে প্রক্সি দেয়ায় ২২ জন পরীক্ষার্থীকে শনাক্ত করে আটক করা হয়। একপর্যায়ে শনিবার রাতে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জেলা প্রশাসনের রাজস্ব শাখার বড়বাবু নুরুল ইসলাম বাদী হয়ে আটক ২২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।